লক্ষ্মীপুরে একই গ্রামের ৪ কিশোরী নিখোঁজ হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৪ বছর।

শনিবার (৭ মে) রাত ১০টার দিকে কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় চরবসু গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিমের মেয়ে জোবায়দা আক্তার, তার চাচাতো বোন মিতু আক্তার, আবুল খায়ের চুন্নুর মেয়ে শিমু আক্তার ও তার খালাতো বোন সামিয়া আক্তার নিহা নিখোঁজ হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আন্ডার চর গ্রামে নিহার নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তারা। এরপর থেকে তাদের বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে রাতে পরিবারের পক্ষ থেকে ডায়েরি করা হয়।