▌এই কদিন আগে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা শেষ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ঈদের ছুটি কাটিয়ে ভালোই চলছিল সবকিছু। এরই মধ্যে একটি দুঃসংবাদ এসেছে। পা কেটে হাসপাতালে যেতে হয়েছে নড়াইল এক্সপ্রেসকে।
২৭’টি সেলাই লেগেছে ম্যাশের বাঁ পায়ের গোড়ালীর নীচে। এখন তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। █