নেত্রকোণার ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জন। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক মো: সবুজ মিয়া (৫৫) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বারীগ্রাম চন্ডিপাশা গ্রামের বাসিন্দা ও অপরজন বাসের হেল্পার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজনগর গ্রামের সোহেল মিয়া(২৮)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার চল্লিশা নুরলিয়া নামক স্থানে আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থেকে ছেড়ে যাওয়া একটি বাসের সঙ্গে জেলার বারহাট্টা থেকে ছেড়ে যাওয়া ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসচালক সবুজ মিয়া নিহত হন। এ ছাড়া আহত হন আরও অনেকে। এর মধ্যে বাসের সুপারভাইজার সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।