ইতিবাচক ফল পাওয়ার প্রত্যাশা নিয়ে ঢাকার টেস্টের প্রথম দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু, দিনের শুরুতেই আশা রূপ নিল হতাশায়। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে নিয়ে দিনের প্রথম ঘণ্টায় রীতিমতো ছেলেখেলা করলেন দুই লঙ্কান বোলার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।

সাকিব আল হাসান যখন ব্যাট করতে নামেন তখনই ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ।সাকিব প্রথম বলেই ক্রস ব্যাটে খেলার চেষ্টা করেন, আর এর মাশুল গোনেন এলবিডব্লিউ হয়ে। বল প্যাডে আঘাত করলে জোরাল আবেদনে একটু ভেবে আঙুল তুলে দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সাকিব। তবে রিভিউয়ে দেখা যায়, বল ব্যাটে লাগেনি। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল আঘাত করছিল লেগ স্টাম্পে। আম্পায়ার্স কলই টিকে থাকে।

চরম ব্যাটিং বিপর্যয়ের পর দলকে উদ্ধারে হাল ধরার চেষ্টা করে যাচ্ছেন মুশফিকুর রহিম ও লিটস দাস। এই দুই ব্যাটারের বড় জুটির উপরে বাংলাদেশ দলের প্রথম ইনিংসে স্কোর কত বড় হয়, তা অনেকটাই নির্ভর করছে।