▌পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষের দিকে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে রাজধানী ঢাকায় ফিরে আসছেন কর্মজীবীরা। সড়ক, রেল ও নৌপথে রাজধানীমুখো মানুষের চাপ বেড়েছে।
আজ শুক্রবার দেশের সব পথেই রাজধানীমুখো মানুষের ঢল দেখা গেছে। ঢাকাগামী বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময় থেকে সামান্য বিলম্বে কমলাপুরে এসেছে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে খুব বেশি ভোগান্তি ছাড়া রাজধানীতে ফিরতে পেরে খুশি ট্রেনের যাত্রীরা।
সারা দেশে গত মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হয়েছে। গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। █