সব ধরনের সয়াবিন তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন। লিটার প্রতি খোলা তেল ৪০ টাকা এবং বোতলজাত তেলের দাম এক লাফে বেড়েছে ৩৮ টাকা।

আগামী শনিবার থেকে খোলা সয়াবিন তেল লিটার প্রতি ৪০ টাকা বেড়ে ১৮০ টাকা আর বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকায় বিক্রি হবে বলে জানানো হয়েছে।

বাণিজ্যসচিবের সাথে আলোচনার পর বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্য তেলের নতুন এ দাম নির্ধারণ করেছে।