সৌদি আরবসহ পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় সৌদি সুপ্রিম কোর্ট।
এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতেও আজ ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ায়ও ঈদ উদযাপিত হচ্ছে।