বাংলাদেশের যেসব গ্রামে আজ ঈদ
সোমবার, মে ০২, ২০২২
দেশের কয়েকটি জেলার কিছু কিছু গ্রামে আজ সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতার। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এসব গ্রামে ঈদ উদযাপনের এই রেওয়াজ চলে আসছে বহুদিন থেকে।
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামের সাড়ে ৪০০, নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের প্রায় ১০০ এবং কাউখালী উপজেলার শিয়ালকাঠি ই্উনিয়নের বেলতলা গ্রামের প্রায় ৫০টি পরিবার আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছে।
কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলা গ্রামের ৫০টি পরিবার এবার ঈদ উদ্যাপন করেন।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কয়েকটি গ্রামে ঈদ উদ্যাপন করা হচ্ছে।