ঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে থেকে দুই দিন আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের কিছু এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই কারণে রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমণ্ডির কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও জানিয়েছে তিতাস।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩ মে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ওইসব এলাকায় গ্যাস থাকবে না।