ছবিতে এক থেকে নয় সংখ্যাগুলি ইংরেজি হরফে লেখা রয়েছে। সেই ছবিতে ভুল কোথায়। রঙিন হরফে লেখা সংখ্যাগুলি দেখলে, আদতে ভুল কোথায় সেটা বোঝার উপায় নেই।

অনেকেই একাধিক বার সংখ্যাগুলিতে চোখ বোলালেও ভুলটি বার করতে পারেননি। আপনি দেখুন তো, পারেন কিনা!

প্রশ্নটি ঠিক করে পড়ুন। লেখা আছে, ‘ক্যান ইউ ফাইন্ড দ্য মিস্টেক?’ না ঠিক পড়লেন না। আসলে লেখা আছে, ক্যান ইউ ফাইন্ড দ্য দ্য মিস্টেক? বাক্যে দু’বার ‘দ্য’ শব্দটি ব্যবহার করা হয়েছে। সেটাই একমাত্র ভুল।