▌গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অরক্ষিত একটি রেলগেটে পিকআপভ্যানে ট্রেনের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। উপজেলার আড়িখোলা রেলস্টেশনের অদূরে নলছাটা এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম হতাহত ও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আড়িখোলা রেল স্টেশনের অদূরে কালীগঞ্জের নলছটা নামক ওই এলাকায় তালবোঝাই একটি পিকআপের সঙ্গে ঢাকাগামী এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় পিকআপটি দূরে ছিঁটকে পড়ে। পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।█