রাজধানীর কদমতলী এলাকায় রোলার কোস্টার থেকে ছিটকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঈদের দিন মঙ্গলবার (৩ মে) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কদমতলী এলাকায় 'বুড়িগঙ্গা ইকোপার্ক' নামের একটি প্রতিষ্ঠানে খেলার রাইড রোলার কোস্টারে চড়ে মো. রাব্বি (১৩) নামে এক কিশোর। রোলার কোস্টার চালু করলে তিনি ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাব্বি পরিবারের সঙ্গে রাজধানীর গেন্ডারিয়ায় থাকতেন।