| আবাড়ো ইউরোপ সেরা রয়াল মাদ্রিদ

আক্রমণাত্মক ফুটবলে সুযোগ এসেছিল বারবার। কিন্তু রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তোয়ার দারুণ সব সেভের সামনে ব্যর্থ হয়ে যায় লিভারপুলের সব চেষ্টা। উল্টো বিরতির পর গোল খেয়ে বসে আর ম্যাচে ফিরতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। ভিনিসিয়ুস জুনিয়রের ভাগ্য গড়ে দেওয়া গোলেই ফের ইউরোপের চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের প্রথমার্ধ যেভাবে কেটেছে তাতে আশার চেয়ে শঙ্কার মেঘই বেশি ছিল রিয়াল মাদ্রিদের আকাশে। কারণ প্রথমার্ধে আক্রমণ তো দূরে নিজেদের বক্সে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই সময় গিয়েছে রিয়ালের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয়। যা বিশ্বাসই করতে পারছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তির।
ভিনির একমাত্র গোল 

জয়ের পর আনচেলত্তি প্রতিক্রিয়ার ভাষাই হারিয়ে ফেলেছেন। ইতালিয়ান এই কোচ বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা ভুগেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত (আমরা জিতেছি)। এবারে যে ম্যাচগুলো আমরা খেলেছি, আমি মনে করি, এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য আমরা। আমরা খুব খুশি। এর চেয়ে বেশি কী বা বলতে পারি। এর বেশি কিছু বলতে পারব না।’