ম্যাচের প্রথমার্ধ যেভাবে কেটেছে তাতে আশার চেয়ে শঙ্কার মেঘই বেশি ছিল রিয়াল মাদ্রিদের আকাশে। কারণ প্রথমার্ধে আক্রমণ তো দূরে নিজেদের বক্সে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই সময় গিয়েছে রিয়ালের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয়। যা বিশ্বাসই করতে পারছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তির।
![]() |
ভিনির একমাত্র গোল |
জয়ের পর আনচেলত্তি প্রতিক্রিয়ার ভাষাই হারিয়ে ফেলেছেন। ইতালিয়ান এই কোচ বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা ভুগেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত (আমরা জিতেছি)। এবারে যে ম্যাচগুলো আমরা খেলেছি, আমি মনে করি, এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য আমরা। আমরা খুব খুশি। এর চেয়ে বেশি কী বা বলতে পারি। এর বেশি কিছু বলতে পারব না।’