▌নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১২ জন। উপজেলার বনপাড়া এলাকায় আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এসপি মুনসী শাহাবুদ্দিন জানান, আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের সঙ্গে বিপরীতগামী সিয়াম পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ছয় জন নিহত হয়। এ ছাড়া আহত হয় অন্তত ১২ জন।█