▌আগামীকাল ২০ মে থেকে সাতক্ষীরার সদর ও তালা উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। এবার চার ধাপে এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ৬৪ জেলার ১৪০টি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। সারাদেশে ১১ কোটি ৩২ লাখ ভোটারের তথ্য রয়েছে নির্বাচন কামশনের সার্ভারে।
সাতক্ষীরার সদর ও তালা এই দু’টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামীকাল ২০ মে থেকে আগামী ৯ জুন পর্যন্ত তিন সপ্তাহব্যাপী । এছাড়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১০ জুন থেকে ২৮ আগষ্ট পর্যন্ত সদরে এবং তালা উপজেলায় চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত । সারাদেশে এটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এ কার্যক্রমে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ ১৬ বছর বয়সীদের তথ্যও নেওয়া হবে। যারা পরে বয়স ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন। তারা ভোটার তালিকায় যুক্ত হবেন ২০২৪ ও ২০২৫ সালে।
সাতক্ষীরার সদর ও তালা উপজেলার বাড়ি বাড়ি গিয়ে ইসি নিয়োজিত ৩শ' জন তথ্য সংগ্রহকারী কর্মীরা তথ্য নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ, চোখের আইরিশ দিয়ে এবং ছবি তুলে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ কর্মসূচিতে ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কাটা ও আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের বিষয়েও কার্যক্রম গৃহীত হবে।
দুটি উপজেলার তথ্য সংগ্রহকারী কর্মীদের সহায়তা প্রদান করবে ৬৪ জন সুপারভাইজার।
যেসকল কাগজপত্র জমা নেওয়া হবে নিবন্ধনের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পূরণকৃত নিবন্ধন ফরম-২ এর সঙ্গে অনলাইন জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে) অথবা এসএসসি বা সমমান পরীক্ষা বা যেকোনো পাবলিক পরীক্ষা পাসের সনদের ফটোকপি। এছাড়া অন্যান্য কাগজপত্র যেমন নাগরিক সনদ, প্রত্যয়নপত্র/বাড়ি ভাড়া/হোল্ডিং ট্যাক্স/যেকোনো ইউটিলিটি বিল পরিশোধের রসিদের কপি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।
ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৩(কক) এ নামের সংজ্ঞায় শিক্ষা সনদসমূহের পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর অধীন নিবন্ধিত নাম নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজ্য হবে।
হিজড়া
সরকার বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে ‘হিজড়া লিঙ্গ’ হিসেবে চিহ্নিত করে স্বীকৃতি দেওয়ায় তারা ভোটার তালিকায় নতুন অন্তর্ভুক্তি করতে পারবেন। তবে হিজড়া জনগোষ্ঠীকে ভোটার হিসেবে নিবন্ধনের ক্ষেত্রে তাদের শনাক্তকরণের জন্য সমাজসেবা অফিসের প্রত্যয়ন অথবা স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন লাগবে। এ বিষয়ে যথাযথ দৃষ্টি রাখার নির্দেশনা দিয়েছে ইসি, তারা যেন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনোভাবেই বঞ্চিত না হয়।
ভোটার এলাকা স্থানান্তর
এক ভোটার এলাকা থেকে অন্য ভোটার এলাকায় স্থানান্তরের লক্ষ্যে ফরম-১৩ (স্থানান্তর) পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ সরাসরি স্থানান্তরিত এলাকার থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার পর যথাযথ যাচাই-বাছাই ও তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ভোটারের ভোটার এলাকা স্থানান্তর করা হবে। এছাড়া তথ্যসংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়েও ভোটার স্থানান্তরের তথ্য সংগ্রহ করে তা সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে পাঠাবেন।
তিন বছর পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম হাতে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এটাই হবে বাড়ি বাড়ি গিয়ে সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ। ১ জানুয়ারী ২০০৫ বা তার পূর্বে যাদের জন্ম তাদের (নিবন্ধিতদের) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ০২ জানুয়ারী ২০২৩ ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ০২ মার্চ ২০২৩, ১ জানুয়ারী ২০০৬ বা তার পূর্বে যাদের জন্ম তাদের (নিবন্ধিতদের) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ০২ জানুয়ারী ২০২৪ ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ০২ মার্চ ২০২৪ এবং ১ জানুয়ারী ২০০৭ বা তার পূর্বে যাদের জন্ম তাদের (নিবন্ধিতদের) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ০২ জানুয়ারী ২০২৫ ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ০২ মার্চ ২০২৫ সালে।
বর্তমানে সাতক্ষীরার সদর উপজেলায় ৩ লক্ষ ৭৯ হাজার ৩৩২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৪১৭ জন ও নারী ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৯শ’১০ জনসহ হিজড়া
৫ জন ও তালা উপজেলায আছে ২ লক্ষ ৫৩ হাজার ২৭৬ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ২৯৩ জন ও নারী ভোটার ১ লক্ষ ২৪ হাজার ৯শ’৮৩ জন। সমস্ত জেলার ৪ টি সংসদীয় আসনে ১৭ লক্ষ ৩ হাজার ৭৪৫ জন ভোটার আছে। █