কারাগারে যেভাবে সময় কাটছে পি কে হালদারের দুই বান্ধবীর
রবিবার, মে ১৫, ২০২২
▌একের পর এক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অংকের টাকা লোপাটের কাজে নিজে পেছনে থেকে নিকটাত্মীয়, বন্ধু-বান্ধবীদের ব্যবহার করতেন প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। এদের মধ্যে আলোচনায় ছিলেন তার দুই ঘনিষ্ঠ বান্ধবী। নাহিদা রুনাই আর অবন্তিকা বড়াল নামের এই দুইজন ছিলেন পিকের অপকর্মের অন্যতম সহযোগী। সম্পর্ক ছিলো অনেকটা ‘স্বামী-স্ত্রীর’ মতো।
পি কে হালদারকে দিয়ে নিজেরা টাকার কুমির হলেও শেষ রক্ষা হয়নি রুনাই, অবন্তির। গত বছর ১৩ জানুয়ারি অবন্তিকা বড়ালকে গ্রেফতার করে দুদক। ১৬ মার্চ ধরা পড়েন নাহিদা রুনাই।
হাজার কোটি টাকার অর্থপাচার ও দেশের আর্থিক কেলেঙ্কারির অন্যতম হোতা পি কে হালদার যখন পশ্চিমবঙ্গে গ্রেফতার তখন বাংলাদেশের কারাগারে দিন কাটছে ঘনিষ্ঠ দুই বান্ধবীর।
কারাগার সূত্র বলছে, পিকের দুই বান্ধবী শারীরিকভাবে ভালো আছেন। অন্য বন্দিদের সঙ্গে গল্প করে সময় কাটে তাদের।
জানা গেছে, পি কে হালদারের বান্ধবীদের বড় বহরের মধ্যে ঘনিষ্ঠ ছিলেন অবন্তিকা বড়াল ও নাহিদা রুনাই। আর্থিক অনিয়মের অন্যতম সহযোগী হওয়ায় পি কে তাদেরকে বেশি গুরুত্ব দিতেন। এই দুই বান্ধবীকে পি কে পৃথক পৃথক ২০ থেকে ২৫ বার সিঙ্গাপুর ও থাইল্যান্ডে প্রমোদ ভ্রমণ করেছেন।
এদিকে গত বছরের মার্চে দেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হয়, পি কে হালদার ২০১৯ সালের ২৩ অক্টোবর বেনাপোল দিয়ে বিদেশে পালিয়ে যান।তখন কানাডায় তার বসবাসের খবর আছে। তারপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালাতে থাকে সরকার। অবশেষে ভারতের পশ্চিমবঙ্গে নাম পরিবর্তন করে বসবাসের খবরে শনিবার (১৪ মে) অভিযান চালিয়ে পিকেসহ ছয় জনকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।█