রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও ট্রাক্টরের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের দুজন ঘটনাস্থলেই মারা যান।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার নওহাটার আমান কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আজ সকালে নওহাটা এলাকায় প্রথমে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর মোটরসাইকেল দুটিকে চাপা দেয় একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান ও শিশু জান্নাত মরিয়ম মারা যায়। এ ছাড়া আহত হন আরও দুজন।

ওসি জানান, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে নিহত শিশুর মা বিথীও মারা যান। আহত অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।