শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছেন, এই সপ্তাহেই তিনি নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়োগ দেবেন। প্রাণঘাতী সহিংস বিক্ষোভের জেরে বড় ভাই এবং সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট।

বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গোতাবায়া রাজাপাকসে বলেন, দেশকে নৈরাজ্যের হাত থেকে রক্ষায় তারা আলোচনা করবেন সব দলের সাথে। এসময় তিনি জনগণের আস্থাভাজন সরকার গঠনেরও আশ্বাস দেন। এমনকি নবগঠিত সরকারে রাজাপাকসে পরিবারের কেউ থাকবে না বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন বাহিনী ও পুলিশকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন লঙ্কান প্রেসিডেন্ট।