অবৈধভাবে তেল মজুদের অভিযোগে রাজধানীর জনতা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৬ হাজার লিটার তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় জনতা এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে কাপ্তান বাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, ঈদের আগে জনতা এন্টারপ্রাইজ কম দামে ২৮ হাজার লিটার তেল কিনে মজুদ করে। ঈদের পর বেশি দামে বিক্রি করছেন তারা। অভিযানে তাদের গুদামে ছয় হাজার লিটার তেল পাওয়া গেছে। জব্দকৃত তেল ঈদের আগে দামে বিক্রির উদ্যোগ নিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর।