শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা একদিন এগিয়ে ২৪ জুন অনুষ্ঠিত হবে। এছাড়াও ১৫ জনু থেকে ৭ জুলাই পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরীক্ষার প্রশ্নফাঁস বা ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতাও চান শিক্ষামন্ত্রী।