হলিউড সুপারস্টার টম ক্রুজের সিনেমায় যে সাউন্ড ব্যবহার করা হয়, সেই সাউন্ড আসন্ন পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমায় ব্যবহার করা হয়েছে।

ব্যাপারটি বোঝাতে আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল বলেছেন, “টম ক্রুজের ছবিতে যেমন সাউন্ড পাওয়া যায়, ‘দিন : দ্য ডে’ ছবিতেও তেমন...। বাংলাদেশের শিল্পী হিসেবে ভাগ্যবান মনে করি যে এত বড় আয়োজনের ছবি করতে পেরেছি। বাকিটা ঈদে মুক্তির সময় পুরো ছবি দেখতে দর্শক বুঝবেন।”