রাজধানীর প্রগতি স্মরণীতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুন) আনুমানিক সন্ধ্যা ৬টা ৪০ এ প্রগতি স্মরনীর কোকাকোলায় তুরাগ পরিবহনের বাসে এ অগ্নিকাণ্ড ঘটে। ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে আগুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬.৪০ এর দিকে চলন্ত বাসটিতে হঠাৎ আগুন লাগলে বাসে থাকা যাত্রীরা তাড়াহুড়ো করে বাস থেকে নেমে যান। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে।