মারা গেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ (কেকে)। কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ হওয়ার কিছু সময় পর মৃত্যুবরণ করেন ৫৪ বছর বয়সী এ শিল্পী। খবর আনন্দবাজারের।

মৃত্যুকালীন গায়কের বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর! কলকাতার সংবাদ মাধ্যম বলছে, নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কেকে। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা সিএমআরআই হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।