যানচলাচলের জন্য পদ্মা সেতুর খুলে দেয়ার পর যেনো সেতু পাড়ি দেয়ার উৎসব চলছে সবার মাঝে। পদ্মা সেতুতে নারী হিসেবে মোটরসাইকেল চালিয়ে প্রথমে উঠেছেন লেডি বাইকার রোবায়েত রুবা।
রাজধানী মিরপুরের শেওড়াপাড়া থেকে তিনি মোটরসাইকের নিয়ে সকালে সেতুতে ওঠেন। উদ্বোধনের দিনে নারী মোটরসাইকেল চালক হিসাবে প্রথমে তিনি সেতুতে উঠলেন তিনি। সে হিসাবে রুবা পদ্মা সেতুতে ওঠা প্রথম লেডি বাইকার।
পেশায় একজন ইউটিউবার রোবায়েত রুবা জানান, তার উচ্ছ্বাসের কথা। তিনি বলেন, এ অনুভূতি ব্যক্ত করার মতো না। সকালে মিরপুর শেওয়াড়াপাড়া থেকে বাইক চালিয়ে এসেছি। অনেক আনন্দ লাগছে।