নিজস্ব প্রতিনিধি, পরিদপুর
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে সৌদী প্রবাসী আঃ কাদের মোল্যার বাড়ীতে শনিবার বিকাল ৪ টায় এক অজ্ঞাত পথিক পানি পান করার উদ্দেশ্যে ঢুকে প্রবাসীর স্ত্রী রেহেনা পারভীন ওরফে ময়না বেগম (২৮) এর স্বর্ণালংঙ্কার লুটে নিয়ে উধাঁও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সময় প্রবাসীর স্ত্রী বাড়ীতে একা অবস্থান করছে বলে আঁচ করতে পেরে অজ্ঞাত পথিক তাকে পিছন থেকে আঘাত করে হাত পা ও মুখ বেধেঁ ঘরে আটকিয়ে রাখে। এ সময় বাড়ীতে আরেক অজ্ঞাত দুর্বৃত্ত বাড়ীতে ঢুকে দুইজন মিলে গৃহবধুর স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে উধাও হয়। প্রায় আধা ঘন্টা পর গৃহবধুর হাত পা বাঁধা অবস্থায় টিনের বেড়ায় আঘাত করতে থাকলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধারের পর চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনার পর উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপা ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ঠরা আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ।
ক্ষতিগ্রস্থ গৃহবধু জানান, ঘটনার সময় গৃহবধু ছাড়া বাড়ীতে আর কেউ ছিল না। গৃহবধুর দুই সন্তান মুস্তাকিম ও নুসরাত জাহান অন্য বাড়ীতে প্রাইভেট পড়তে গিয়েছিল। গৃহবধুর শ্বাশুরী ছমিরুন নেছা প্রাইভেট পড়া শেষে নাতীদের আনতে গিয়েছিল। আর এ ফাঁকে অজ্ঞাত এক লোক বাড়ীতে এসে শ্বাশুরী বাড়ীতে নাই জানতে পেরে তৃষ্ণার্ত পথিক হিসেবে গৃহবধুর কাছে পানি চায়। গৃহবধু ঘরের পানি আনতে রওয়ানা হলে ওই দুর্বৃত্ত তাকে পিছন থেকে চুল ধরে মাটিতে ফেলে হাত পাঁ ও মুখ বাঁধতে থাকে। এ সময় বাহির থেকে আরেক অজ্ঞাত দুর্বৃত্ত ঘরে ঢুকে গৃহবধুর স্বর্নালংঙ্কার ও নগদ টাকা লুটে নিয়ে তাকে খাটের সাথে বেঁেধ রেখে যায়। প্রায় আধাঘন্টা পর গৃহবধু অনেক কষ্টে ঘরের টিনের বেড়ায় আঘাত করতে থাকলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।