২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠান বানচালে নাশকতার তথ্য আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তথ্য রয়েছে এমন ঘটনা ঘটানো হবে যাতে ২৫ তারিখে পদ্মাসেতু উদ্বোধন করতে পারা না যায়। সব বাহিনীর প্রধানকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (১৫ জুন) সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, যারা পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র করছে তারা এমন কিছু ঘটাতে পারে। ‘আমরা তথ্য পেয়েছি। সবাইকে সচেতন থাকতে হবে। কেননা পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে।