▌আজ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো সেরা ইতালির মহারণ। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে বিশেষ এই ম্যাচ শুরু হবে রাত পৌনে একটায়। যার নাম দেয়া হয়েছে ‘ফিনালিসসিমা’।
১৯৯৩ সালের পর গেল আসরে আবারও কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের মসনদে বসেছে আর্জেন্টিনা। ব্রাজিলকে ফাইনালে হারানোর নায়ক ডি মারিয়া, ইতালির বিপক্ষে ম্যাচেও থাকছেন আর্জেন্টিনা একাদশে। তার সঙ্গী দলের সেরা তারকা লিওনেল মেসি ও লৌথারো মার্টিনেজ।
ম্যাচটিতে কোনো অতিরিক্ত সময়ের ব্যবস্থা রাখা হয়নি। অর্থাৎ নির্ধারিত ৯০ মিনিটে ফল না আসলে সরাসরি পেনাল্টি শুটআউটে চলে যাবে দুই দল। দুই কনফেডারেশন যৌথভাবে ম্যাচের রেফারি ও অফিসিয়ালদের নির্বাচন করবে।
এর আগেও দুই কনফেডারেশনের আয়োজনে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই নিয়ে তৃতীয়বারের মতো নিজেদের মধ্যে দ্বৈরথে নামবে ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা।
এর আগে প্রথমবার ১৯৮৫ সালে ফ্রান্স নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়েছিল উরুগুয়েকে। আট বছর পর আর্জেন্টিনা ঘরের মাঠে টাইব্রেকারে জিতেছিল ডেনমার্কের বিপক্ষে। এবার মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইতালি।