ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের দাম আরও কমানো হয়েছে। ৯৩ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটারপ্রতি ৫৭ দশমিক ৯১ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

এর আগে মে মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল এক হাজার ৩৩৫ টাকা, অটোগ্যাস লিটার প্রতি ৬২ দশমিক ২১ টাকা নির্ধারণ করা হয়।