পদ্মা সেতু দেখতে বাড়ি থেকে বের হয়েও আর দেখা হলো না চাঁদপুরের তিন বন্ধুর। সড়ক দুর্ঘটনায় তারা লাশ হয়েছেন। ওই দুর্ঘটনায় মারা গেছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২ জুন) দিনগত রাত পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জের নিমতলী হাসারা হাইওয়েতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোররিকশার সংঘর্ষে চাঁদপুরের তিনজনসহ মোট ছয়জন নিহত হন। তাদের মধ্যে চাঁদপুরের তিন যুবক ও তাদের আরেক বন্ধুসহ বিক্রমপুরের তিনজন রয়েছেন।

চাঁদপুরের নিহতরা হলেন সদর উপজেলার ইচলি এলাকার কলমতর গাজী বাড়ি এনায়েত উল্লাহ গাজী একমাত্র ছেলে সামাদ গাজী (২৪), পল্লী বিদুৎ এলাকার আবুল কালামের ছেলে আহাদ (২০) ও একই এলাকার সিপাদ (২০)। এদিকে নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর পরিবার ও আত্মীয়স্বজেনর কান্নায় আকাশ ভারি হয়ে উঠে।

নিহত সামাদ গাজীর বন্ধু রাব্বি বলেন, ‘বৃহস্পতিবার বন্ধুরা ঘুরতে যাবে বলে আমাকে জানিয়েছিল। আমাকে জিজ্ঞাসা করেছিল আমি যাবো কি না। প্রথমে আমি যাবো বলেছিলাম কিন্তু সর্বশেষ গতকাল আমার শারীরিক অবস্থা ভালো না থাকায় যেতে পারিনি। এর মধ্যে তাদের সঙ্গে কয়েকবার আমার ইমোতে কথা হয়েছে। সর্বশেষ রাতে এ দুর্ঘটনার খবর পাই।’