▌২০১৭ সালে গুজব ছড়িয়েছিল বিচ্ছেদ হচ্ছে জেরার্ড পিকে ও শাকিরার। সেবার না হলেও এবার আর টিকল না ফুটবলের ‘আদর্শ’ খ্যাত জুটি। দীর্ঘ ১১ বছরের সংসার ভাঙার খবর একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন শাকিরা নিজেই।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে আজ (৪ জুন) বিচ্ছেদের ঘোষণা দিয়ে শাকিরা জানিয়েছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানেরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, তাদের ভালোর জন্যই আমাদের ব্যক্তিগত বিষয়ে সম্মান দেখানোর আহ্বান জানাই। বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ।’
স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, অন্য নারীর সঙ্গী হয়ে পার্টি করছিলেন পিকে। সেখানে হাতেনাতে বার্সেলোনা সেন্টার ব্যাককে ধরে ফেলেছিলেন শাকিরা। ফলে সেদিন ভোর তিনটা পর্যন্ত বাইরে কাটাতে হয়েছিল পিকেকে।