প্রেমের টানে মার্কিন যুবক গাজীপুরে, ধর্মীয় রীতি মেনে বিয়ে
শনিবার, জুন ০৪, ২০২২
▌প্রেমের টানে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের এক যুবক। গত ২৯ মে তিনি বাংলাদেশে আসার পর গাজীপুরের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাইয়ান কফম্যান নামের ওই যুবক যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটির বাসিন্দা। রাইয়ানের স্ত্রী হলেন গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার সিকন্দার আলীর মেয়ে সাইদা ইসলাম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়। এক বছর ধরে মন দেওয়া-নেওয়ার পর সুদূর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে বিয়ে করলেন প্রেমিকাকে।
সাইদা জানান, ২০২১ সালের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রথম পরিচয় রাইয়ান কফম্যানের সঙ্গে। তাঁরা নিজেদের ফোন নম্বর ও ঠিকানা বিনিময় করেন। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো তাদের মধ্যে। ফেসবুক ও ফোন নম্বরে ভিডিও কলে কথা বলতে বলতে নিজেরা আরও ঘনিষ্ঠ হন। এভাবে দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। প্রায় এক বছর তাঁরা ফেসবুকেই চুটিয়ে প্রেম করেন। শেষে দুজন সিদ্ধান্ত নেন বিয়ে করার। রাইয়ান বিয়ে করার জন্য তাঁর দেশেই খ্রিষ্টধর্ম ত্যাগ করে যথা নিয়মে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তার ও সাইদার পরিবারের সম্মতিতে গত ২৯ মে বাংলাদেশে পৌঁছান তিনি। ওই দিনই দুজনের সরাসরি প্রথম দেখা হয়। তারপর সেখান থেকে সাইদার সঙ্গে সোজা গাজীপুরে তাঁর নানাবাড়িতে ওঠেন রাইয়ান। পরে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেন তারা।