পদ্মা সেতু মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
সোমবার, জুন ২৭, ২০২২
উদ্বোধনের পর প্রথম দিনই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক মারা গেছেন।
রোববার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের মাঝখানে মোটরসাইকেল চালিয়ে ভিডিও করার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ২ জন গুরুতর আহত হয়।