সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীর বেধড়ক পিটুনিতে আহত শিক্ষক উৎপল কুমার মারা গেছেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে মৃত্যু হয় তাঁর।

উৎপল কুমার স্থানীয় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। পাশাপাশি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন তিনি। উৎপল সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন দত্তপাড়া এলংজানি গ্রামের বাসিন্দা।