মিড ডে মিল দেয়ার নাম করে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ‘প্রেমের প্রস্তাব’ দেয়ার ঘটনায় স্কুলের এক প্রাথমিক শিক্ষককে বেধড়ক গণধোলাই দিয়েছে এলাকাবাসী।ঘটনাটি ঘটেছে ভারতের বাঁকুড়ার কোতলপুরে।খবর এই সময়ের।

খবরে বলা হয়, অভিযুক্ত ওই শিক্ষকের নাম মুরুলী মোহন মণ্ডল। বুধবার গ্রামের মানুষ ও অভিভাবকরা ওই শিক্ষককে আটকে রেখে বেধড়ক মারধোর করে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক কোতুলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।