রিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ এলাকায় বিআরটিসি বাসের চাপায় অটোরিক্সা যাত্রী এবং চালকসহ ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হন।
বুধবার বেলা সোয়া ১২টায় ওই মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনায় ঘটে। আহত ২ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- তানজিলা আক্তার, সোহাগ সিকদার, আমির চৌধুরী ও অটোরিক্সা চালক হাসিব। এরা সবাই বাকেরগঞ্জের বাসিন্দা। এদের মধ্যে পুরুষ তিনজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পরে তানজিলা নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।