শিরোনাম

6/recent/ticker-posts

'অনন্ত জলিল বেস্ট, টম ক্রুজ ফেল'


এখন পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে ভালো মুভি ‘দিন দ্য ডে’। বোঝা যাচ্ছে, কেন এটার বাজেট ১০০ কোটি। হলিউড মুভি ফেল। আমাদের বাংলাদেশকে গর্বিত করেছে অনন্ত জলিল। ১০০ বছরে এমন মুভি কেউ বানায়নি। টম ক্রুজ ফেল, শাহরুখ খান ফেল। অনন্ত জলিল বেস্ট।

অনন্ত-বর্ষা জুটির ‘দিন দ্য ডে’ সিনেমাটি দেখে যমুনা ব্লকবাস্টার থেকে বের হয়ে এভাবেই নিজেদের উচ্ছ্বাসের জানান দেন একঝাঁক তরুণ-তরুণী।

গত সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টারে ‘দিন দ্য ডে’র প্রদর্শনীতে গিয়েছিলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এ দিন শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন তারা। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বহু তরুণ-তরুণী ‘দিন-দ্য ডে’ দেখতে ভিড় জমান। অনন্ত-বর্ষার উপস্থিতিতে অনুরাগীদের পদচারণায় মুখর ছিল ব্লকবাস্টারের ফ্লোর।