শিরোনাম

6/recent/ticker-posts

নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসে বাসের ধাক্কা, কুয়াকাটাগামী ৫ পর্যটকের মৃত্যু


মহাসড়কের উজিরপুর উপজেলার সোনারবাংলা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করেছে।

নিহতরা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমিন, নূরুল আমিন, আবদুর রহমান, মো. হাসান ও শহিদুল ইসলাম। দুর্ঘটনায় আহত হয়েছেন বাস ও মাইক্রোবাসের ৯ যাত্রী। এদের মধ্যে ৭ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন দু’জন।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও হাইওয়ে থানা এবং উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। হাইওয়ে থানা পুলিশ মোল্লা পরিবহনের ঘাতক বাসটি আটক করেছে।