মাগুরার শ্রীপুর থেকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) খন্দকার লাবণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা ব্যবধানে তার সাবেক দেহরক্ষী কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় জেলা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে।
খন্দকার লাবণীর স্বামী তারেক আবদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, রাত ১২টার দিকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন খন্দকার লাবণী। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।