শিরোনাম

6/recent/ticker-posts

করোনায় মৃত্যু ৬ জনের


দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৫৫তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২২৩ জনে দাঁড়ালো।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩২৪ জন। শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২২৩ জনের। মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে করোনায় মোট ১৮ হাজার ৬৫২ জন পুরুষ মারা গেছে। নারী মারা গেছে ১০ হাজার ৫৭১ জন।