আইসিটি আইনে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল- দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলের সম্পর্কে সংবাদ পরিবেশন করায় আইসিটি আইনে মামলা করেন তারা।
চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, নগরের চকবাজার ও চান্দগাঁও থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় করা পৃথক তিন মামলায় দীপ্ত টিভির এমডি ও পরিচালকসহ চারজন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। বিকেলে আবার কাজী জাহেদুল হাসান অসুস্থতার কারণে স্পেশাল পিটিশন দিয়েছিলেন, আদালত কাজী জাহেদুল হাসানের জামিন মঞ্জুর করেন।