রাজধানীর হাজারীবাগে ধারালো অস্ত্রের আঘাতে অজ্ঞাত পরিচয়ে এক যুবক খুন হয়েছে। তার বয়স আনুমানিক ২০ বছর।
সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হাজারীবাগ আলী হোসেন গার্লস স্কুল গলিতে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা শাওন জানান, ঘটনাস্থলের আশপাশের কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। তার মাথায় ও বাম পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে।