রেকর্ড ব্রেকিং ‘দ্য অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমাটির তিন বছর পর ‘অ্যাভেঞ্জার্স’ ফ্রানচাইজির দুটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন মার্ভেল বস কেভিন ফাইগি। নতুন পর্বে এমসিইউকে নতুন একটি রূপ নিতে দেখা যাবে। তবে এ সিনেমাগুলো মুক্তি পাবে কবে, তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ প্রায় এক বছরের ব্যবধানে মুক্তি পেয়েছিলো। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এ অন্যতম প্রভাবশালী অ্যাভেঞ্জার্স চরিত্র আয়রন ম্যানের সমাপ্তি দেখানো হয়েছিল। এর মাধ্যমে এমসিইউ থেকে রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত ‘আয়রন ম্যান’এর প্রস্থান নিশ্চিত হয়।
নতুন পর্বে এমসিইউকে নতুন একটি রুপ নিতে দেখা যাবে। তবে অ্যাভেঞ্জার্সের আসন্ন দুই সিনেমার পরিচালক কে বা কারা হবেন তা এখনও জানা যায়নি। আগামী বছরের ৪ নভেম্বর থেকে শুরু হবে এসব সিনেমার শুটিং।