শিরোনাম

6/recent/ticker-posts

তুরাগ নদ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মরদেহ উদ্ধার


নিখোঁজের দুইদিন পর নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্রের মরদেহ গাজীপুরে তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সকালে গাজীপুর সিটি করপোরেশনের পলাশোনা এলাকায় তুরাগ নদ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্রের নাম মোয়াজের বিন আলম (২৪)। তিনি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের রেজাউল আলম হিরোর ছেলে। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মামা জহির উদ্দিন জানান, গত শনিবার সকালে পঞ্চগড় বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন মোয়াজের বিন আলম। তিনি একাধিকবার মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা বলেন। এর ঘণ্টাখানেক পর নিখোঁজ হন আলম। তার সন্ধানে স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।