পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে দুই মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেরাজ মুন্সি নামের এক জেলে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ( ৯ আগস্ট) ভোর রাতে সাগর থেকে ফেরার পথে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের প্রথম বয়ার কাছাকাছি এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলারের মাঝি আনোয়ার খান গণমাধ্যমকে জানান, সাগর উত্তাল থাকায় ট্রলার চালিয়ে কিনারে আসছিলেন তারা। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে ট্রলারটি হঠাৎ উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা ৯ জেলের মধ্যে ৮ জেলেকে উদ্ধার করে অন্য একটি জেলে ট্রলারের লোকজন। ওই সময় সেরাজ মুন্সি নামের ওই জেলেকে পাওয়া যায়নি।
এরপর জাফর মাঝি নামের একজনের ট্রলার দিয়ে সেরাজকে উদ্ধার করা হলেও সেই ট্রলারটিও ঢেউয়ের তোড়ে সাগরে ডুবে যায়। সেখানে ১৪ জন জেলে উদ্ধার হলেও সেরাজ নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে দুই দফা ডুবে যাওয়ায় সাগর থেকে উঠে আসতে পারেননি সেরাজ।
এদিকে কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ট্রলারডুবির ঘটনা জেনেছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তারা।