সাপ উদ্ধার করাই তাদের কাজ

Snake Rescue Team Bangladesh -এর ফেসবুক গ্রুপে একজন ব্যক্তি পোস্ট করে জানান, চট্টগ্রামের অক্সিজেন মোড় এর রেইল লাইন সংলগ্ন এলাকায় একটি বিশাল আকৃতির ময়াল অজগর (Burmese python), নর্দমায় জালে আটকা পড়েছে।

খবর পেয়ে দ্রুত "স্নেক রেসকিউ টিম বাংলাদেশ"-এর প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বি,উপদেষ্টা নাঈম হাসান, সদস্য অনুরাগ, দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভারমেট রাকিব হোসেন, রোভার মেট তাহিম উদ্দিন এবং সহকারী রোভারমেট আব্দুল আজিজ উক্ত স্থানে পৌঁছান। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায়, স্থানীয়রা জালে আটকে পড়া প্রায় ১২ ফুটের ময়াল অজগর সাপটিকে নর্দমা থেকে তুলে জালসহ বস্তায় বন্দি করে রেখেছে। জালে আটকে থাকায় প্রায় ২০ কেজি অজগর সাপটির শরীরে বিভিন্ন স্থানে ছোট ছোট ক্ষতের সৃষ্টি হয়। পরবর্তীতে জাল কেটে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর লিংক রোড সংলগ্ন গহিন পাহাড়ে প্রায় ১২ ফুটের ময়াল অজগর সাপটিকে অবমুক্ত করা হয়।

অজগর Pythonidae পরিবারের নির্বিষ সাপ। Pythonidae পরিবারের ১০ টি গণ এবং ৪২ টি প্রজাতির উল্লেখ পাওয়া যায়। বাংলাদেশে ৩ প্রজাতির অজগর আছে। করোটির গঠন ও প্রজনন পদ্ধতি দ্বারা অজগরকে বোয়া থেকে পৃথক করা যায়। অজগর প্রকান্ড আকৃতির সাপ। এদের দেহের ব্যাস তুলনামূলকভাবে দৈর্ঘ্যের দিক থেকে অন্য যেকোন সাপের তুলনায় বেশি। আঁশ মসৃণ। অজগরের দাঁত অত্যন্ত শক্তিশালী, কিন্তু কোনো বিষদাঁত নেই। গ্রীবা স্পষ্ট, মস্তক প্রশস্ত এবং তুন্ড দীর্ঘ।

অধিকাংশ অজগর কিছুটা বৃক্ষবাসী। বনে-জঙ্গলে এদের পাওয়া যায়। তবে নদী, হাওর কিংবা ঝিলের সন্নিকটে এদের বেশি দেখা যায়। পানিতে এরা স্থিরভাবে থাকে, প্রয়োজনে দক্ষতার সাথে সাঁতারও কাটতে পারে। অভিধানে অজ-এর অন্যতম অর্থ ছাগল বা মেষ। সম্ভবত ছাগল অথবা ছাগলের মতো অন্য প্রাণী শিকার করে খায় বলেই স্থানীয়ভাবে এ বিশাল আকৃতির সাপের নাম দেওয়া হয়েছে অজগর।

অজগর স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং সরীসৃপজাতীয় প্রাণী খেয়ে থাকে। তবে স্তন্যপায়ী প্রাণী বেশি পছন্দ করে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ইঁদুর,খরগোশ, ছাগল, ভেড়া, শিয়াল এবং হরিণ শিকার করে। খাবার পূর্বে অজগর তার শিকার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে।

অজগরের প্রজনন সময় শুরু হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। যৌন মিলনের তিন-চার মাস পরে এরা ডিম দেয়। স্ত্রী অজগর ডিমের চারদিকে কুন্ডলী পাকিয়ে তা দেয়। ডিম ফুটে বাচ্চা বের হলে মা তাদের পরিচর্যা করে না।

Snake Rescue Team Bangladesh এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত প্রায় ১১ টি অজগর সাপ উদ্ধার করেছে। দীর্ঘদিন যাবৎ সাপসহ অন্যাম্য বন্যপ্রাণী উদ্ধার, বন্যপ্রাণী সম্পর্কিত অপরাধ প্রতিরোধ, সাপ সম্পর্কে সাধরণত মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ। চট্টগ্রাম সহ বাংলাদেশের সকল জেলায় দক্ষ ও অভিজ্ঞ উদ্ধারকারী টিমের মাধ্যমে প্রায় প্রতিদিন সাপ ও বন্যপ্রাণীকে বিপজ্জনক অবস্থা থেকে উদ্ধার করে আসছে টিম'টি। সাপ ও বন্যপ্রাণী সম্পর্কিত কোনো সমস্যা ও জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করুন -Snake Rescue Team Bangladesh-এর অফিশিয়াল ফেসবুক পেইজে