ব্রেকআপের পর ঠিক কীভাবে নিজেকে সামলে নেবেন? আসুন সেই বিষয়টি জানা যাক:
নিজেকে প্রশ্ন করুন ব্রেকআপের পর: এই পরিস্থিতিতে নিজেকে প্রশ্ন করতে হবে ব্রেকআপ করার পর। আসলে ব্রেকআপের পর নিজের কাছে জানতে চাইতে হয় যে যা করলাম তা কি ঠিক হলো? যদি না হয়, তবে নিজের মতো করে এগিয়ে গিয়ে সেই সমস্যার সমাধান খুঁজে নিন। কারণ এই জায়গা থেকে একমাত্র আপনিই নিজেকে টেনে তুলতে পারেন।
প্রেমিকার মনের হাল জানুন: এই সময় আপনাকে নিজের পাশাপাশি প্রেমিকার মনের হালও জানতে হবে। কারণ আপনার খারাপ লাগলে যে ওনারও খারাপ লাগতে পারে, এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নিন। নইলে এ সমস্যা বাড়তে পারে। নিজে না খোঁজ নিতে পারেন, অন্য কারও মাধ্যমে অনায়াসে নেয়া যায় খোঁজ। তাই চিন্তা নেই। এই বিষয়টা রাখুন মাথায়।
কথা বলুন তার সঙ্গে: মন খুব খারাপ লাগলে তার সঙ্গে অর্থাৎ আপনার প্রেমিকার সঙ্গে কথা বলুন। দেখুন তিনি কীভাবে গোটা বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছেন। এ ছাড়া নিজের মতো করে কথা বলার চেষ্টা করুন। দেখবেন একটা সময়ের পর আপনি ভালো থাকতে পারছেন।
নিজের ওপর বিশ্বাস রাখুন: এমনটা হতেই পারে যে আপনার প্রেমিকা এ সময়টায় পাশে থাকতে চাইলেন না। এ পরিস্থিতিতে নিজের ওপর বিশ্বাস হারালে চলবে না। তাই এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন। কারণ আত্মবিশ্বাসে ভাটা পড়লে অনেকক্ষেত্রেই সমস্যা গুরুতর দিকে মোড় নেয়। তাই এই ভুলটা এখন আর করা চলবে না। নইলে সমস্যা হয়ে যেতে পারে জটিল।
নিজেকে ব্যস্ত রাখুন: নিজেকে ভালো রাখার সব চেয়ে কার্যকরী উপায় হলো ব্যস্ত থাকা। আসলে আপনি ব্যস্ত থাকতে পারলে অনেক ক্ষেত্রেই গুরুতর সব সমস্যা মিটে যেতে পারে। তাই নিজের ব্যস্ততার কথা কোনও মতেই ভুলে গেলে চলবে না। নিজের মনের মতো কাজ করুন। কিছু না পারেন তো অফিসের কাজেই সারাদিন ডুবে যান।
সূত্র: এই সময়