কাতার  বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে ব্রাজিল। ১৫ সেপ্টেম্বর থেকে অফিসিয়াল জার্সি কেনার সুযোগ 
পাবে ভক্তরা।

ঐতিহ্য মেনে ব্রাজিলের হোম জার্সি হলুদ রঙের। সাথে আছে সবুজ ও হালকা নীলের বর্ডার। আর প্যান্টের রঙ নীল। অ্যাওয়ে জার্সি নীল রঙের, হাতায় আছে ব্রাজিলের অ্যামাজন বনের দ্রুততম প্রাণী জাগুয়ারের ছাপ। যেটি দিয়ে বোঝানো হয়েছে ব্রাজিলিয়ানদের অদম্য মনোভাবকে। সেই সাথে বন্যপ্রাণী সংরক্ষণে উদ্বুদ্ধ করার মেসেজও দেয়া হয়েছে এর মাধ্যমে।