গরমের  মধ্যে তীব্র যানজটের কবলে রাজধানীবাসী। অনেকে রিকশা-যানবাহন ছেড়ে হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। আজ বুধবার সারা দিন ছিল এমন অবস্থা। দুপুরের পর থেকে সড়কের চরম দুর্ভোগে পড়েন তাঁরা। কাজকর্ম সেরে বিকেল থেকে ঘরে ফেরার পথেও গরমে হাসফাঁস অবস্থা মানুষের।

আজ বুধবার দুপুরে দেখা গেছে, শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন মোড়ে যাওয়া ও আসার দুটি সড়কই বন্ধ রাখা হয়েছে। এতে করে যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। আর এ কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে।

রাস্তা বন্ধ রাখায় সড়কে চলাচলকারী যানবাহন চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটা সমাবেশ হবে উৎসবমুখর পরিবেশে, ছুটির দিনে। কর্মব্যস্ত দিনে রাস্তা বন্ধ করে কেন সমাবেশ করতে হবে। এতে জনসাধারণের ভোগান্তি হয়। এমনিতেই এই শহর এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে জ্যামের কারণে দীর্ঘ সময় লাগে। এর মধ্যে রাস্তা পরিবর্তন হলে সেটি আরও সময় লাগে, যানজটের সৃষ্টি হয়।’