পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি, লক্ষ্য ছিলো বড়লোক হওয়া
বুধবার, আগস্ট ১৭, ২০২২
ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে কাঠের আসবাবপত্রে নকশার কাজ করতেন নূর মোহাম্মদ। সেখানেই এক চায়ের দোকানে মো. রবিনের সঙ্গে তার পরিচয় হয়। দু’জনে মিলে পরিকল্পনা করে কীভাবে দ্রুত ধনী হওয়া যায়। একপর্যায়ে নূর মোহাম্মদ জানায়, তার কাছে করাত ধার দেওয়ার রেত আছে। সেটি দিয়ে ঘষে মোটরসাইকেলের চাবি পাতলা করে ‘মাস্টার কি’ বানানো যাবে। পরিকল্পনা অনুযায়ী রবিনের জিক্সার বাইকের চাবি ঘষে একটি মাস্টার কি তৈরি করা হয়। পরীক্ষামূলকভাবে সেটি দিয়ে স্থানীয় সারিঘাটে পার্ক করা একটি বাইক চুরি করে তারা। সেই থেকে দুই বন্ধুর চক্র গত ৭ বছরে পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি করেছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর শনিরআখড়া ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চক্রের মুলহোতা নূর মোহাম্মদ (২৬), অন্যতম সহযোগী রবিন (২৩), সজল (১৮), মনির (২২) ও আকাশ (২২)। এ সময় তাদের কাছ থেকে ১৩টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।