বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অনন্ত-বর্ষার সিনেমা ‘দিন : দ্য ডে।’ শুরু থেকেই জানা গেছে, সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। বাজেটের কারণে মুক্তির বহু আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিল সিনেমাটি। কিন্তু সিনেমাটির নির্মাতা মোর্তেজা অতাশ জমজম জানালেন, ‘দিন: দ্য ডে’র প্রকৃত বাজেট পাঁচ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ৩৩০ টাকা।
‘দিন : দ্য ডে’র বাজেটের চুক্তিপত্রটি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ইরানি পরিচালক ও এই সিনেমার সহপ্রযোজক মোর্তেজা অতাশ জমজম।
ইরানি পরিচালক বলেন, ‘চুক্তিপত্রে অনন্ত জলিলের নাম বিনিয়োগকারী হিসেবে ও আমার নামটি প্রযোজক ও পরিচালক হিসেবে নিবন্ধিত হয়েছে। চলচ্চিত্রটির চুক্তি ও বাজেটের পরিমাণ পাঁচ লাখ মার্কিন ডলার। কথা ছিল, আমরা ইরানি টিম কাজ করব এবং তিনি টাকা খরচ করবেন। পরিশেষে চলচ্চিত্রের লভ্যাংশের ৮৫ শতাংশ বিনিয়োগকারীকে ও ১৫ শতাংশ প্রযোজক হিসেবে আমাকে দেওয়া হবে। উনি সিনেমার নির্মাণ ব্যয় ১০ লাখ মার্কিন ডলার প্রচার করেছেন। যেখানে কিনা ১০ মিলয়ন ডলারের দাবি, মূল বাজেটের ত্রিশ গুণের বেশি। ’
অভিযোগের জবাবে অনন্ত জলিল বলেন, ‘নতুন করে চুক্তিপত্র লেখা হয়েছে, এটা সম্পূর্ণ এডিট করা। ২০১৮ সালের জুনে চুক্তি হওয়ার চার বছর পর কেন এসব নিয়ে কথা হচ্ছে? এটা মুর্তজার কাজ না, অন্য কেউ করাচ্ছে। আমি আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় জানাচ্ছি।’ শুধু ভুয়া প্রচার নয়, ছবির পারিশ্রমিক বাবদ দুই লাখ ডলার এখনো পরিশোধ করেননি সিনেমার বিনিয়োগকারী অনন্ত জলিল। সে কারণেই তেহরানের আদালতে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন মুর্তজা।